শঙ্খরা হারায় না - বাংলা কবিতা - Caught in a Moment
ইতিহাস হোক তবে
-ঋদ্ধি প্রতিম
মনের অতলে কবে যে তোমাকে
এত ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি।
অনেক দেরি হয়ে গেলেও আজও
তোমার প্রতি আমার অনুভূতির
পরিবর্তন হয় নি, আর হবেও না হয়ত।
আমাদের সম্পর্ক কবে যে আমাকে
তোমার কাছে এনে দিয়েছে তা বুঝতেই পারলাম না,
পারলে হয়ত, প্রতিটি মুহূর্তকে স্মরনীয় করে রাখতাম।
এই সম্পর্কের গভীরতা এতটাই অতলে যে
মৃত্যুও এসে থমকে গিয়ে বলবে,
অন্য কেউ যে তোমার জন্য
অধীর আগ্রহে বসে আছে,শুধু তোমারই পথ চেয়ে।
সব অন্ধকারের পথ ছাড়িয়ে আলোর দিশা দেখবে তুমি,
যে আলোর রোশনাই আমার
জীবনের সব কালিমা দূর করে দিতে সক্ষম।
পথের সব বাধা অতিক্রম করে,
বেড়াজাল ভেঙে দিয়ে নতুন কোন
পথের পথিক হব আমরা দুজন..
লিখব সম্পর্কের নতুন মাইলফলক।
কি বলো প্রিয় ইতিহাস লেখা হোক তবে...
Darun
ReplyDelete😍
ReplyDelete😍
ReplyDelete😍
ReplyDeleteসেরা ভাই
ReplyDeleteKhub vlo..
ReplyDelete