শঙ্খরা হারায় না - বাংলা কবিতা - Caught in a Moment
ফিরে পেতে চাই
-ঋদ্ধি প্রতিম
এ শহর আমায় বোঝেনি কোনদিন, বড় একা লাগে এই শহরের বুকে..
যে শহরটাকে এতদিন আকড়ে বেঁচে ছিলাম নিজের মত করে,
সেই শহর আজ রং বদলেছে নিজের...
বুঝিয়ে দিয়েছে যে কেউ কারোর হয়না কোনোদিন।
এই চেনা শহরেই দম বন্ধ হয়ে আসছে আমার....
সেই চেনা মানুষের ভিড়ে, বড্ড অচেনা লাগছে সবাইকে,
যারা এককালে আমার আপনজন বলে
পরিচয় দিয়ে এসেছিল নিজেকে গর্ব ভরে,
তারাই বড্ড অচেনা আজ,
তারা সরে গেছে সহস্র যোজন দূরে।
আজব এই দুনিয়াতে আমি বড় একাকী,
তাই তো আজও আমি বারে বারে ফিরে যেতে চাই
সেই পুরানো দিনের স্মৃতির আতুরঘরে,
মিশে যেতে চাই ফেলে আসা অতীতের মাঝে।
আবার যদি ফিরে পাই আমার হারানো শহর...
যেখানে অপেক্ষারত কেউ হয়ত বা আজও অনন্ত অপেক্ষায়।
সেখানে তো আমার ভালোবাসা ছিল,
কেউ আমার প্রত্যাশায় গুনত দিন।
আজও সেই দিনের অপক্ষায় আমি প্রহর গুনি,
যেদিন শহরটাকে আবার ফিরে পাবো ঠিক আগের মত করে,
যেখানে আমার আপনজন আছে,
আছে আমার প্রত্যাশা ও একবুক স্বপ্ন
আছে আমার অগোছালো সেই জীবনটা,
যেখানে আছো তুমি.... আজও একইভাবে।।
ভালো হয়েছে লেখাটা❤️❤️❤️
ReplyDeleteDarun hoyeche
DeleteDarun 🔥🔥
ReplyDelete❤❤
ReplyDelete❤❤
ReplyDeleteAroo hok
ReplyDeletedarun hyechhe
ReplyDeleteঅসাধারণ
ReplyDelete❤️❤️❤️
ReplyDelete😍
ReplyDeleteKub sundor
ReplyDeleteAwesome 👍 wonderful ❤️ Fantastic 👍
ReplyDeleteBahhh...❤️
ReplyDeleteSera vai
ReplyDelete❤❤❤❤
ReplyDelete❤❤❤❤
ReplyDeleteBeautiful
ReplyDeleteFatafati vai ❤️
ReplyDelete